কৃষি প্রতিক্ষণ ডেস্ক: ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। আর এই নিষেধাজ্ঞা শেষে গত শুক্রবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে আবারও ইলিশ ধরা শুরু করেছেন।
উপকূলের হাট বাজারগুলো এখন ইলিশ মাছে সয়লাব। আর দামও হাতের নাগালে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় জেলেপল্লীতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলে পরিবারগুলোতেও।
তবে জেলেরা বলছেন, নদী উত্তাল ও আবহাওয়া অধিদফতরের সিগন্যাল থাকায় আমরা নদীতে বেশি দূর যেতে পারছিনা। তবুও প্রচুর ইলিশ ধরা পড়েছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মাছ ঘাটে। জেলে পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ।
মাছের আড়ৎগুলো ৩০০, ৫০০ ও ৭০০ টাকা কেজি দরে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে। বিধিনিষেধের কারণে ক্রেতা কম থাকায় বাজারের আশপাশে বেশ কয়েকটি স্থানে মাইকিং করতে শোনা গেছে।
হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, ‘নোয়াখালীর উপকূলে কোনো সতর্ক সংকেত নেই। বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না গিয়ে কাছাকাছি স্থানে মাছ ধরতে বলা হয়েছে।’
কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম