কৃষি প্রতিক্ষণ রিপোর্টঃ বগুড়া জেলার শিবগঞ্জে নিরাপদ সবজি চাষে জনপ্রিয় হচ্ছে হলুদ আঠালো ফাঁদ।
সব্জি চাষে পোকা দমনে হলুদ আঠালো ফাঁদ একটি নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতি বা কৌশল। হলুদ আঠালো ফাঁদ মূলত বিভিন্ন শোষক পোকা বিশেষ করে জাব পোকা, সাদা মাছি ও অন্যান্য শোষক পোকা দমনে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন প্রকার পোকার মথ এ ফাঁদে পড়ে মারা যায়। একই সাথে এই ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমান বুঝতেও সমানভাবে কাজ করে।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, হলুদ আঠালো ফাঁদ হচ্ছে পুরোপুরি পরিবেশ বান্ধব। সাদা মাছি ও শোষক পোকা হলুদ রঙকে আকৃষ্ট হয়। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে হলুদ আঠালো ফাঁদ তৈরী করা হয়েছে।
ফসলের ক্ষেতে যখন আঠা মিশ্রিত হলুদ শিট বা হলুদ কালারের স্টিকি ট্র্যাপ টাঙিয়ে দেয়া হয় তখন পোকা সেখানে উড়ে এসে পড়ে এবং আঠাতে আটকে যায়।
প্রথম দিকে এই ফাঁদের ব্যবহার সীমিত পরিসরে হলেও এখন কৃষকদের কাছে মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই ফাঁদের ব্যবহার। বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাজারে হলুদ ফাঁদ নিয়ে এসেছে। প্রতিটি ফাঁদের মূল্য ৪০-৫০ টাকা। সব্জি চাষে প্রতি বিঘা জমিতে ১০-১৫ টি হলুদ আঠালো ফাঁদ লাগালেই হয়।
আঠালো হলুদ ফাঁদ নিয়ে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছেন, বগুড়া জেলার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। তিনি জানালেন, সব্জি ফসলের ক্ষতিকর পোকা দমনে ‘হলুদ আঠালো ফাঁদ’ পদ্ধতি ব্যাবহারে খরচ কম। প্রতি বিঘা জমিতে কীটনাশক প্রয়োগ করলে গড়ে যে খরচ হয় এ ফাঁদ ব্যবহার করলে তার চেয়ে খরচ অনেক কম হয় পাওয়া যায় নিরাপদ বিষমুক্ত সবজি। বাজারে বিষমুক্ত এসব সবজির চাহিদা সবসময় বেশি থাকে। লাভজনক হওয়ায় এ পদ্ধতি ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
কৃষকদের পাশাপাশি বসতবাড়িতে সবজি চাষে এবং ছাদ বাগানে ব্যবহার করা যায় এ ফাঁদ। উৎপাদন খরচ কমাতে এবং বিষমুক্ত সব্জি উৎপাদনে হলুদ ফাঁদ হতে পারে পোকা দমনে কার্যকর একটি মাধ্যম।
কৃষি প্রতিক্ষণ/ এম ইসলাম