কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জাত পরিচিতি, ব্রি হাইব্রিড ধান ২ বোরো মৌসুমে চাষ উপযোগী ব্রি উদ্ভাবিত একটি হাইব্রিড ধান। ইহার কৌলিক সারি বি আর ১০ এইচ। জাতটি ২০০৮ সালে জাতীয় বীজবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে।
জাতের বৈশিষ্ট্য
- গাছের উচ্চতা ১০৫ সেমি.।
- এর কান্ড ও পাতা ঘন সবুজ এবং খাড়া।
- চাল মাঝারি মোটা এবং ভাত ঝরঝরে।
- এ জাতের চালে ৯.০% প্রোটিন ও ২৩.৩% এম্যাইলোজ রয়েছে।
জীবনকাল
এ জাতের জীবনকাল ১৪৫ দিন।
ফলন
গড় ফলন ৮.০ টন/হেক্টর।
চাষাবাদ পদ্ধতিঃ
১। বীজতলায় বীজ বপনঃ ১-৩০ অগ্রহায়ণ (১৫ নভেম্বর-১৫ ডিসেম্বর)।
২। চারা রোপণঃ ১-৩০ পৌষ(১৫ ডিসেম্বর-১৫ জানুয়ারি)।
৩। বীজের হারঃ ১৫-২০ কেজি/হেক্টর।
৪। চারার বয়সঃ৩০-৩৫ দিন।
৫। রোপণ দুরত্বঃ ২০X১৫ সেমি.।
৬। প্রতি গোছায় চারাঃ ১-২টি।
৭। সার ব্যবস্থাপনা(কেজি/বিঘা)ঃ
ইউরিয়া টিএসপি এমপি জিপসাম জিংক
মোট সার ৩৬ ১৭ ১৬ ৯ ১
৭.১ জমি তৈরির সময় ১২ ১৭ ১১ ৯ ১
৭.২ চারা রোপণের ১৫-২০দিন ১২ ৫
পর-
৭.৩ চারা রোপনের ৪০-৪৫ ১২
ইউরিয়া সার সমান ৩ ভাগে ভাগ করে ১ম কিস্তি জমি তৈরির সময় ২য় কিস্তি চারা রোপনের ১৫-২০ দিন পর এবং ৩য় কিস্তি চারা রোপণের ৪০-৪৫ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।তবে এলসিসি ভিত্তিক ইউরিয়া সার প্রয়োগ করাই উত্তম।
৮। আগাছা দমনঃ রোপনের ৪৫দিন পযর্ন্ত জমি আগাছা মুক্ত রাখতে হবে।
৯। সেচ ব্যবস্থাপনাঃ ধানের দুধ অবস্থা পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণ পানি বা রসের ব্যবস্থা রাখতে হবে।
১০। রোগবালাই দমনঃ রোগ ও পোকার জন্য অনুমোদিত বালাই ব্যবস্থাপনা অনুসরন করতে হবে।
১১। ফসল পাকা ও কাটাঃ ২৫ চৈএ-৫বৈশাখ(৫-১০এপ্রিল)। সাধারণত শীষের উপর থেকে ৮০% পেকে গেলে ধান কাটতে হয়।
সূত্রঃ ব্রি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
কৃপ্র/ এম ইসলাম