কৃষি প্রতিক্ষন ডেস্ক : খরচ কম এবং লাভ বেশী হওয়ায় নড়াইল জেলায় হলুদের আবাদ বাড়ছে । জেলায় ২’শ ৮৪ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে । ১ হাজার ১’শ ৩৬ মেট্টিক টন হলুদ উৎপাদনের আশা করছেন চাষীরা । কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রবাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, এবার সদর উপজেলায় ১’শ ৫ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলার ৭৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলার ১শ’ ৫ হেক্টর জমিতে হলুদ আবাদ করা হয়েছে । সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক পিযুষ কান্তি চক্রবর্ত্তী বলেন, হলুদ চাষে খরচ কম এবং লাভ হয় বেশি। এ জন্য দিন দিন এ এলাকায় হলুদের আবাদ বাড়ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জানান, হলুদ একটি মসলা জাতীয় ফসল। তরকারি রান্নার কাজে ব্যবহার করা হয়। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় জেলায় এ বছর ২’শ ৮৪ হেক্টর জমিতে হলুদের আবাদ করা হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১’শ ৩৬ মেট্টিক টন।