ডেস্কঃ নড়াইলে বোনা আমন ধান চাষবৃদ্ধি পাচ্ছে। এ বছর জেলায় বোনা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৪৭২ হেক্টর জমিতে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। খরচ কম হওয়ায় কৃষকরা বোনা আমন আবাদের দিকে ঝুকছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় এক হাজার ২৫০ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৮৮ মেট্রিক টন।
লোহগড়া উপজেলায় ২ হাজার ৪১৫ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৭৩ মেট্রিক টন। কালিয়া উপজেলায় ৩ হাজার ৮০৭ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৩০ মেট্রিক টন। সদর উপজেলা সিবানন্দপুর গ্রামের ইশারত শেখ প্রায় এক একর জমিতে বোনা আমন ধানের আবাদ করে ভালো ফলন আশা করছেন। লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের আব্দুল্লাহ বলেন, আমন ধানের বীজ সময়মত বোনা হয়েছে আশা করছি ভালো ফলন পাবো।
বোনা আমনে খরচ কম হওয়ায় দিন দিন এর চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আমিনুল হক জানান, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোনা আমনের আবাদ হয়েছে। এ বছর জেলায় বোনা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৪৭২ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৮৯১ মেট্রিক টন।
সুত্রঃ বাসস