কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রংপুর অঞ্চলে এবারের রবি মৌসুমে বোরো চালের ফলন ভালো হয়েছে। রংপুর বিভাগের পাঁচটি জেলায় ২০ লাখ ৬৪ হাজার টন বোরো চাল উৎপন্ন হয়েছে। রংপুর বিভাগে বোরোর এই বাম্পার ফলন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৌসুমের শুরুতে রংপুর বিভাগে বোরো লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ২০ লাখ ৯৭ হাজার টন। কম সেচ এবং চাষিরা গম ও ভুট্টা চাষ বেশি করায় এবার বোরো উৎপন্ন লক্ষ্যমাত্রা কিছুটা কম হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্র জানায়, এবারের মৌসুমে রংপুর অঞ্চলে ৫ লাখ ২ হাজার হেক্টর জমিতে বোরো চাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিপরীতে ৫ লাখ ১ হাজার হেক্টর জমিতে বোরো চালের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৭ শতাংশ। গত বোরো মৌসুমে উৎপাদিত পরিমাণ ২০ লাখ ৯৭ হাজার টন।
লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে- ১ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে ৭ লাখ ৫৭ হাজার টন হাইব্রীড জাতের বোরো, ৩ লাখ ৪৯ হাজার হেক্টর জমিতে ১৩ লাখ ৩৫ হাজার টন উচ্চফলনশীল জাতের বোরো এবং ২ হাজার ১শ’ ২৭ হেক্টর জমিতে ৪ হাজার ২শ’ ৫৫ টন স্থানীয় জাতের বোরো। রংপুর অঞ্চলে এবারের মৌসুমে হেক্টর প্রতি হাইব্রীড চালের উৎপাদন দাড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার, ৩ লাখ ৮৮ হাজার উচ্চফলনশীল এবং ২ লাখ ১৪ হাজার স্থানীয় বোরো উৎপাদিত হয়েছে। ডিএই এর উদ্যান পালন বিশেষজ্ঞ খন্দকার মো. মেসবাউল ইসলাম বলেন, সেচের অপ্রতুলতা এবং এ অঞ্চলের চাষিরা এবার গম ও ভুট্টার চাষে আগ্রহী হওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ি বোরো উৎপাদন কিছুটা কম হয়েছে।
ব্রাক ইন্টারন্যাশনালের (দক্ষিণ এশিয়া-আফ্রিকা) কৃষি উপদেষ্টা ড. এম এ মজিদ বলেন, চাষিদের কৃষিকাজের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করায় গত মৌসুমে চাষিরা হেক্টর প্রতি বোরোর ভালো ফলন লাভ করেছিল। ডিএই-র রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম বলেন, রবি মৌসুমে ভালো ফলনের জন্য কৃষি সম্পৃক্ত সব বিশেষজ্ঞ ও বৈজ্ঞানীক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান চাষিদের সার্বিক সহযোগীতা প্রদান করেছে।
সুত্রঃ বাসস