কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ক্রমাগত যদি ইউরিয়া সার ব্যবহার করা হয়, তাহলে মাটির অ্যাসিডিটি বাড়বে৷ এতে জমির পুষ্টি নষ্ট হয়৷ এছাড়া সারে ভর্তুকি দেয়ার কারণে একটা ‘পজেটিভ ইমপ্যাক্ট’ তৈরি করে৷ তখন অনেকেই বেশি বেশি করে সার দেন৷ এটা কৃষিজমির ক্ষতি করে৷
ইউরিয়া সার ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের মাটির উর্বরতা অনুসারে এবং ফসল বুঝে সুষম সার ব্যবহার করতে হবে৷ সাধারণভাবে আমরা বলি, যে ফসলটা বেশি ফলন দেবে তার চাহিদাটা বেশি আর যে কম ফলন দেবে তার চাহিদাটা কম৷ বিআর ২৮ ও ২৯ – এই দু’টি ধানের মধ্যে ফলনের ব্যবধান প্রায় এক টন৷ ফলে বিআর ২৯-এর যে চাহিদা, তার থেকে ২৮-এর চাহিদা কম৷ ফলে প্রত্যেকটা ফসলের যে চাহিদা এবং মাটি থেকে সে কতটা সংগ্রহ করতে পারবে, সেটা বুঝেই যেন একজন কৃষক সার ব্যবহার করেন৷ প্রত্যেক উপজেলার জন্য আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে নির্দেশিকা তৈরি করে দেয়া আছে৷ কৃষি অফিসে এটা আছে৷ সেই নির্দেশিকা অনুযায়ী সার ব্যবহার করুন৷ আপনারা ভালো ফল পাবেন।
কৃপ্র/ এম ইসলাম