কৃষি প্রতিক্ষণ গাজীপুর : বিদেশে পাচার কালে গাজীপুর থেকে ৪৮টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে । এ সময় পাচারের সাথে জড়িত ৯ জনকে আটক করেছে র্যাব র্যাব। রোববার রাতে শ্রীপুর নগর হাওলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, একটি চক্র ওই গ্রামে অবস্থান করে বিক্রয় নিষিদ্ধ ও বিরল প্রজাতির প্রাণি তক্ষক চড়া মূল্যে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চলানো হয়।
অভিযানে আব্দুল গফুর নামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪৮টি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৯ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তক্ষক মজুদ, সংগ্রহ ও বিপণনের অপরাধে আটককৃতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
কৃপ্র/ সুজা / কে আহমেদ/ এম ইসলাম