কৃষি প্রতিক্ষণ মানিকগঞ্জঃ দিগন্ত বিস্তৃত প্রান্তর। বানের পানির ওপর সোনালি রোদের ঝিলিক। দেখা মাত্র যে কারো মন ভাল হওয়ার কথা। কিন্তু ভাল নেই মানিকগঞ্জের ছয় উপজেলার দুই লাখেরও বেশি মানুষ। এই পানির নিচেই যে তলিয়ে গেছে তাদের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ আর অনেকেই হারিয়েছেন স্বজন। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত এই জেলায় বন্যা কবলিত হয়ে প্রাণ হারিয়েছে ১২ জন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন, যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।গত এক সপ্তাহে মানিকগঞ্জের ছয় উপজেলার ১৬ হাজার ২শ’ ৩৫ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে একদিকে কৃষকরা যেমন নিঃস্ব হয়েছেন তেমনি ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জনপ্রতিনিধিদের। ফসলি জমিই শুধু নয়, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। গবাদি পশু নিয়েও বিপাকে অনেকে।
এমন অবস্থায় জেলা প্রশাসক বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা। কম সুদ ও সহজ কিস্তিতে ঋণ দেয়ার আশ্বাস তাদের। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য স্বল্প সুদে ঋণ দেয়ার পাশাপাশি সরকারি সহায়তা দেয়া হবে। জেলা প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত বন্যার পানিতে ভেসে গেছে ১৬ হাজার ২শ’ ৩৫ হেক্টর ফসলি জমি, ৬শ’ ৬২ মেট্রিক টন মাছ ও ৯০ লাখেরও বেশি মাছের পোনা।
কৃপ্র/ শিপন / কে আহমেদ/