কৃষি প্রতিক্ষন মানিকগঞ্জ : মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর ভাঙনে তিন দিনে সর্বশান্ত হয়েছে ৪১ টি পরিবার। পাকা বাড়ি, আধা-পাকা ও টিনের চালাঘরসহ গাছ-পালা ও ফসলি জমি নিশ্চিহ্ন হয়েছে স্রোতের টানে। ভিটে-মাটি হারা মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ওপর। ১৫ বছর পর কালিগঙ্গা’র এই ভয়াল রুপে নিরুপায় হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকাবাসী । এখনো প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়ায় বিপদ বাড়ছে সিঙ্গাইর উপজেলার বার্তা গ্রামের মানুষের। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বার্তা গ্রামের মানুষের কাছে এখন মূর্তিমান আতঙ্ক কালিগঙ্গা। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই নদী গ্রাস করেছে গ্রামের অর্ধেকেরও বেশি পরিবারের বসত-ভিটা। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে গেলেও অন্তত ভিটে-মাটি থেকে যায় কিন্তু নদীর ভয়াল স্রোত সব কিছু নিশ্চিহ্ন করে দিয়েছে। ক্রমেই নদী তীরে দীর্ঘ হচ্ছে ভিটে-মাটি হারা মানুষের সারি। কান্না-আহাজারিতে ভারি হয়ে উঠছে কালিগঙ্গার তীর। অসহায় মানুষদের অভিযোগ, এখন পর্যন্ত কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি। এখন নিয়তির ওপর ছেড়ে দেয়া ছাড়া কোন উপায় নেই। স্রোত যত বাড়ছে বুকের গহীনে ততটাই প্রবল হচ্ছে নি:শব্দ কান্না।
কৃপ্র/শিপর/ কে আহমেদ/ এম ইসলাম