কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি-জমি। বালুতে ভরাট হচ্ছে হাওর। চাষাবাদের অনুপোযোগী হয়ে পড়েছে ফসলি জমি। খবর চ্যানেল আই অনলাইন। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা ভারতে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ি ঢলের সাথে এখানে নেমে আসে বালু ও পাথর। বালুর পরিমান বেড়ে যায় বর্ষা মৌসুমের বন্যায়। সাম্প্রতিক বন্যায় সীমান্ত এলাকার বহু ফসলি জমি, পুকুর ও বসতবাড়িতে পুরু আস্তরন পড়েছে বালুর।
এলাকাবাসী জানান, এসব জমি অনেক ভাল ছিল, এখানে ধান ও বাদামের চাষ হতো। আশেপাশে অনেক গাছও ছিল। কিন্তু বালু পড়ে সব গাছ মরে গেছে। বন্যার তোড়ে পাহাড় ধসের আশংকা করছেন স্থানীয়রা।
সুনামগঞ্জ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সমস্যাটি আমরা পরিবেশ মন্ত্রণালয়কে জানিয়েছি। এই পাহাড় ধসের কারণে ফসলি জমির পাশাপাশি হাওয়ের তলদেশও নষ্ট হচ্ছে।
পরিবেশবিদ অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ভারতের অপরিকল্পিত কয়লা খননের কারণে এই সমস্যা হচ্ছে। তারা যদি পরিকল্পিতভাবে কয়লা খননের কাজ না করে তাহলে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব, মনে করছেন স্থানীয়রা।