কৃষি প্রতিক্ষন ডেস্ক : দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো নানা দুর্ভোগে দিন কাটছে বন্যা দুর্গত মানুষেদের। চর্মরোগসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। এরি মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সেখানে দেখা দিয়েছে চর্ম রোগ, ডায়রিয়া, আমাশয়সহ নানা পানি বাহিত রোগ। ফলে বন্যার্তদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। বন্যা দুর্গতের ত্রাণ সহায়তাসহ চিকিৎসা সেবা প্রদান করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিকে, বন্যার পর নদী ভাঙনের কবলে পড়েছে রাজবাড়ী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসত বাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমি। ভাঙনের শিকার হয়ে অনেকই আশ্রয় নিয়েছেন সড়ক বা বাঁধের ওপর। খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন তারা।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম