কৃষি প্রতিক্ষন রংপুর : বন্যার কারণে এবার পিছিয়েছে উত্তরাঞ্চলের আমনের চাষাবাদ। তাই মৌসুমের শেষ সময়ে চাষাবাদ শুরু করতে হচ্ছে এখানকার চাষীদের। সঠিক সময়ে চাষাবাদ শুরু করতে না পারায় বড় ক্ষতির মুখে আশঙ্কায় কৃষকরা। এছাড়াও চলতি মৌসুমে সাড়ে তিন হাজার কোটি টাকার ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যদিও আশা ছাড়েনি কৃষি বিভাগ, তারা বলছেন , লক্ষমাত্রা অর্জিত হবে।
গেল সপ্তাহেও উজানের ঢলে তলিয়ে ছিলো উত্তরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের ২২ উপজেলা। ভাটির টানে এখন পানি নামতে শুরু করেছে এসব এলাকা থেকে। তবে এখনও কোথাও পানি আবার কোথাওবা বালুর প্রান্তর। এই যখন অবস্থা, তখন প্রায় শেষদিকে আমনের মৌসুম। অথচ শেষ মুহুর্তে চাষিরা কেবল শুরু করেছেন জমি তৈরি ও চারাবীজ সংগ্রহের কাজ। এবারের বন্যায় উত্তরাঞ্চলের ৫ জেলায় এখনও অনাবাদি পড়ে আছে অনেক কৃষি জমি। এতে ক্ষতির মুখে প্রায় ৩ লাখ কৃষক।
যারা মৌসুমের শুরুতে চাষাবাদ শুরু করেছিলেন, দীর্ঘ সময় তা পানির নিচে থাকায় পচে গেছে বীজতলা, আমন চারা, পাট, আউস ধানসহ অন্যান্য শাকসবজীও। এ নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন ক্ষতি পুষিয়ে নিতে তৎপর আছেন তারা। চলতি মৌসুমে কৃষি অঞ্চলে আমন চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫শ ৭৫ হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে ১৪ লাখ টন চাল।
কৃপ্র/রাজিব/ কে আহমেদ/ এম ইসলাম