কৃষি প্রতিক্ষন সিরাজগঞ্জ: চলতি বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৬ উপজেলার ৪৭টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ। প্রায় ৩ সপ্তাহের বন্যায় ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এসব অঞ্চলের বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়েছে।
জেলা প্রশাসন, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসসহ সংশ্লিষ্ট বিভাগগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার ৭টি, কাজিপুরের ১০টি, বেলকুচির ৬টি, চৌহালীর ৭টি, উল্লাপাড়ার ৭টি ও শাহজাদপুরের ১০টি ইউনিয়নের মোট ৫২৪টি গ্রামের ১ লাখ ৩৪ হাজার ৫৭৭টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৫ হাজার ৩৩০ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হাজার ৮২৯টি বাড়ি।
কৃপ্র/ উর্মি/ কে আহমেদ/এম ইসলাম