কৃষি প্রতিক্ষণ নওগাঁঃ নওগাঁ জেলায় রাণীনগরে চলতি আউশ মৌসুমে বর্ষালী আউশ ধান কাটার ধুম পড়েছে। গত কয়েক দিন ধরে দিনের বেলায় রোদ বেশি হওয়ায় মাঠ থেকে কৃষকরা ধান কেটে মাড়াই করে বাজারে বিক্রি করছেন। ধানের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে আর্থিক টানাপুরান না থাকায় রোপা-আমন চাষ করতে এলাকার কৃষকরা কমড় বেঁধে মাঠে নেমেছে। বিগত দিনে শ্রাবণ ভাদ্র মাসে কৃষকদের ঘরে কোন ধান না থাকায় সংগত কারণে তাদের অবস্থা খুব বেশি ভাল থাকে না। তাই এই সময়ে বন্যার ধকল থাকলেও আউশ ধানের কোন ক্ষতি না হওয়ায় শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে রাণীনগর উপজেলায় পুরোদমে আউশ ধান কাটা শুরু হয়েছে।
রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে উপজেলায় প্রায় ২৮ শ’ হেক্টর জমিতে আউশ জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার ২ শ’ ২৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ধান রোপনের শুরু থেকেই অতিবৃষ্টি না হওয়ায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবং বন্যার ধকলে রোপণকৃত আউশ ধানের কোন ক্ষতি না হওয়ায় কৃষকরা এবার ভাল ফলন পাচ্ছে।
প্রতি বিঘা (৩৩ শতক) জমিতে প্রায় ১৬/১৮ মন হারে ধানের ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভাল। প্রতিমন ধান ৬৩০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে খরচ বাদে এবার আউশ চাষে ভাল লাভ হওয়ায় সোনালী হাসিতে ভরেউঠছে কৃষকের মুখ।
কৃপ্র/ এম ইসলাম/তাহেরা ইসলাম