কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পদ্মা নদীর ভাঙনে দিশেহারা শরীয়তপুরের শত শত পরিবার। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি ও শত হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় সর্বস্বান্ত হচ্ছেন নদীতীরের মানুষেরা। খবর সময় নিউজ।
পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প দাখিল করা হলেও অর্থ বরাদ্দের অভাবে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। বন্যার সাথে সংগ্রাম করে, খেয়ে না খেয়ে বেঁচে থাকা মানুষগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই শরীয়তপুরের মানুষের লড়াই করতে হচ্ছে নদী ভাঙনের সাথে। বন্যার পানি নামার পর, আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। দিনরাত বিরামহীনভাবে ভাঙনের মুখে পড়েছে জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার গ্রামের পর গ্রাম।
ভাঙনের তীব্রতা বাড়ায় চোখের পলকে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাঘাট এমনকি ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে ইতোমধ্যে আশ্রয়হীন হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিবছর ভাঙনের কবলে হাজার হাজার পরিবার ভূমিহীন হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এ কে এম এনামুল হকের দাবি, ভাঙন রোধে বিশেষ প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন ও অর্থবরাদ্দের অপেক্ষায় রয়েছে।
কৃপ্র/ বাদল/ এম ইসলাম