কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর ঢেউয়ের তান্ডবে লালুয়া ইউনিয়নের অন্তত তিন কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে গেছে। ফলে অস্বাভাবিক জোয়ারে এখন ভাসছে লালুয়ার গোটা জনপদ। হাজার হাজার পরিবারে সদ্য রোপন করা আমনক্ষেত কিংবা বীজতলা, বসতবাড়ি সব কিছু এখন জোয়ারের প্লাবনে ভাসছে। খবর জনকন্ঠ অনলাইন। চাল-চুলা পর্যন্ত হারিয়ে ফেলেছে মানুষ। ভেসে গেছে পুকুরের কোটি কোটি টাকার মাছ। এখন অবস্থা এমন হয়েছে যে বাড়িঘরে বসবাস করাও অসম্ভব হয়ে পড়েছে। গোটা ইউনিয়নের অন্তত ১১টি গ্রাম এখন বুক সমান পানিতে থৈ থৈ করছে। চারিপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি মেম্বার মজিবর রহমান বলেন, ‘বাঁধ ভাইঙ্গা সব সাগর অইয়া গ্যাছে।’
চেয়ারম্যান তারিকুজ্জামান জানান, কমপক্ষে চার/পাঁচ স্পটে বাঁধ ভেঙ্গে চারিপাড়া, নয়াকাটা, মুন্সিপাড়া, চৌধুরীপাড়া, বড় পাঁচ নং, ছোট পাঁচ নং, নাওয়াপাড়া, বানাতিপাড়া, ১১ নং হাওলা, ধঞ্জুপাড়া ও পশুরবুনিয়ার মানুষ এখন জোয়ারের পানিতে ভাসছে। স্থানীয়দের ভাষ্য, এমন পানির চাপ তারা আগে কখনও দেখেননি।