কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের তরুণ সমাজের উল্লেখযোগ্য একটি অংশ। সুন্দরবনের খুব রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ সরকার ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। কিন্তু এই কেন্দ্রটি স্থাপিত হলে হুমকির মুখে পড়বে সুন্দরবনের পরিবেশ। ধ্বংস হবে সুন্দরবনের জীব-বৈচিত্র।
এই ব্যাপারগুলো সামনে রেখে এবং একজন তরুণ শিক্ষার্থীর চোখে সুন্দরবন রক্ষার আন্দোলন কেমন; তা তুলে ধরে তরুণ নির্মাতা আব্দুল্লাহ মাহফুজ অভি তৈরি করেছেন ‘ডাক দিয়েছে সুন্দরবন’ নামের একটি ডকুফিল্ম। বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনালের ইউটিউব চ্যানেলে ফিল্মটি সম্প্রতি মুক্তি পেয়েছে।
ডকুফিল্মটির শুরুতেই বলা হয়েছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র প্রাণ-প্রকৃতি ও জীবনের জন্য ক্ষতিকর।
সম্প্রতি ঢাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে সচেতনতা তৈরি করতে বেশ কয়েকটি মিছিল- সমাবেশ হয়। এই সব আয়োজনের বিভিন্ন মুহূর্ত ধারণ করে রাখেন আব্দুল্লাহ মাহফুজ। সেগুলোকে ভিত্তি করে বিদ্যুতের প্রয়োজনীয়তা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে সেটার প্রভাব, সুন্দরবনের প্রকৃতি এবং দেশের সেটার প্রয়োজনীয়তা; ইত্যাদির বিষয়ে তিনি তরুণদের চিন্তা জানতে চেয়েছেন এবং তা ধারণ করেছে।
ডকুফিল্মটিতে আব্দুল্লাহ মাহফুজ তুলে ধরেছেন একজন তরুণ কিভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে আবার কিভাবে আশার আলো খুঁজে বের করে দেশ নিয়ে স্বপ্ন দেখেছে।
ডকুফিল্মটি সম্পর্কে নিজের বক্তব্য জানাতে গিয়ে তিনি বলেন, ‘একজন তরুণের চোখ দিয়ে সুন্দরবন আন্দোলনকে দেখাতে চেয়েছি। এই ডকুফিল্মটির সব ঘটনা এবং চরিত্র সত্য।’
কৃপ্র/ এম ইসলাম / তাহেরা ইসলাম