কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রংপুরের ব্রহ্মপুত্র অববাহিকার চর এলাকার হাজার হাজার মানুষ স্থানীয়ভাবে পালিত পশু আসছে ঈদুল আজহার উৎসবে ভালো দামে বিক্রি করতে পারবে বলে আশা করছেন।
ঈদুল আজহা সামনে রেখে প্রতিবছর গরুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চরবাসীরা আশা করছেন,ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার কারণে কোরবানীর পশুর চাহিদা মেটাতে এবার গরু বিক্রি করে তারা ভালোই লাভবান হবেন।
চর এলাকার পাশাপাশি সাধারণ কৃষকরা তাদের স্থানীয়ভাবে পালিত হাজার হাজার গরু, ষাড় এবং অন্যান্য পশু ঈদের আগেই সরবরাহ করবে।
আরডিআরএস বাংলাদেশের কৃষি ও পরিবেশ সমন্বয়ক মামুনুর রশিদ বাসস’র সঙ্গে আলাপকালে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চর এলাকায় পশু পালন বৃদ্ধি পেয়েছে। এতে চর এলাকার হাজার হাজার অতি দরিদ্র লোকের ভাগ্যের উন্নয়ন ঘটছে।
তিনি বলেন, এ বছর ব্যাপক চাহিদার কারণে চর এলাকায় লোকেরা তাদের গরু, ষাড়, বাছুর, মহিষ, ভেড়া ও ছাগল পালনে বিশেষ যতœ নিয়েছেন- আশা করছেন তারা ভালো দাম পাবেন।
চিলমারি উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সরকারিভাবে ও এনজিও’র অধীনে বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে চরবাসীদের এই সাফল্য এসেছে।
কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা বিভিন্ন চর এলাকার সফল নারী কোহিনুর বেগম, আকলিমা খাতুন, মোমেনা লাল বানু, হালিমা, রেহেলা, আয়েশা খাতুন ও নাজমুন নাহার পশু পালনের মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নেরর সাফল্যের কথা তুলে ধরেন।
কৃপ্র/ এম ইসলাম