কৃষি প্রতিক্ষন ডেস্ক : টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ছয় শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। উপড়ে গেছে গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি। গতকাল এ টর্নেডো আঘাত হানে।
এদিকে, কক্সবাজারে বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ায় ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ: কয়েক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড করে দিয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রাম। টর্নেডোর আঘাতে তছনছ হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও দোকান। উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলে ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সদর ও গোপালপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ৫ শতাধিক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা।
কক্সবাজার: রোববার সকালে কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক মোহনায়, বৈরি আবহাওয়ার কারণে ঢেউয়ের কবলে পড়ে ১৫ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ সময় ৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন ৭ জন। পরে সন্ধ্যার দিকে ৬ জনের লাশ উদ্ধার হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম