কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুগন্ধি তৈরির অপ্রচলিত রফতানিমুখী পণ্য আগর চাষ ও ব্যবসায় ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) ঋণ প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও এসএমই ফাউন্ডেশন। চুক্তি অনুযায়ী, মৌলবীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আগর উৎপাদনকারীদের মাঝে ব্য্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ঋণ বিতরণ করবে।
এসএমই ফাউন্ডেশন সুত্র জানায়, মৌলবীবাজার থেকে প্রতি বছর আগর আতর গুচ্ছ রফতানি করে প্রায় ৬০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। জেলার প্রায় ৩৫০টি প্রক্রিয়াকরণ কারখানায় প্রায় ৪৫ হাজার লোক এই কাজে নিয়োজিত।
সুত্র জানায়, ব্র্যাক ব্যাংকের আর্থিক সহযোগিতা (ঋণ) ব্যাপকভাবে আগর আতর রফতানিতে বিশেষ ভ’মিকা রাখবে। গত ১৮ আগস্ট এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি চার বছর কার্যকর থাকবে। উদ্যোক্তারা জামানত ছাড়া ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগর তেল, আগর কাঠ ও আগর ডাস্ট রফতানি হচ্ছে।
কৃপ্র/ এম ইসলাম