কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মেঘনার উত্তাল ঢেউ আর বাতাসের তীব্রতায় চাঁদপুর শহর রক্ষা বাঁধের প্রায় ২শ’ মিটার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে মেঘনা মোহনার মোলহেড ও শহরের পুরানবাজার এলাকা। রোববার সন্ধ্যা থেকেই এ এলাকায় তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়েছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোলহেডের পশ্চিম ও উত্তর পাশের সিসি ব্লকগুলো নিচের দিকে দেবে গেছে এবং ঢেউয়ের আঘাতে অনেক ব্লক পানিতে তলিয়ে গেছে। স্রােতের কারণে নৌযানগুলো চলছে অনেক ঝুঁকির মধ্যে।
সোমবার দুপুরে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা নির্ধারণ করেন। তবে এখন পর্যন্ত বাঁধ রক্ষার জন্য কোন ধরনের কার্যক্রম শুরু হয়নি। শহরের বাসিন্দা আবুল কালাম জানান, গত কয়েক বছর শহর রক্ষা বাঁধ এ ধরনের ক্ষতিগ্রস্থ হয়নি। রোববার সন্ধ্যায় বাতাসের তীব্রতার কারণে ৯/১০ফুট উঁচু ঢেউ বাঁধে আঘাত হানলে সিসি ব্লকগুলো সরে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে শহর রক্ষা বাঁধ।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজামুল হক ভুঁইয়া বলেন, শহর রক্ষা বাঁধের পুরানবাজার ও মোলহেড এলাকায় প্রায় ২শ’ মিটার স্থান ব্লক সরে গেছে। নদীর পরিস্থিতি শান্ত হলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো সংরক্ষণ করা হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোসাদ্দেক হোসেন।