কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে আনা ‘পাট বিল-২০১৬’—তে বছরের একটি দিন পাট দিবস হিসেবে পালনের বিধান আনার সুপারিশ করা হয়েছে। সোমবার কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর বাসস
কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান ও সাবিনা আক্তার তুহিন সভায় অংশগ্রহণ করেন। সভায় পাট বিল, ২০১৬ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে পাট বিল, ২০১৬ সম্পর্কে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীগুলো সংযোজনসহ চূড়ান্ত খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃপ্র/ এম ইসলাম