কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘নবগঙ্গা নদী বাঁচাও, মাগুরা বাঁচাও’ এ শ্লোগান নিয়ে মাগুরার ঐতিহ্যবাহী নবগঙ্গা নদীর অবৈধ দখলমুক্ত, নদী ড্রেজিং ও বর্জ্য ফেলা বন্ধসহ নদী রক্ষার দাবীতে শহরে মানববন্ধন করেছে ‘জাগো মাগুরা’ নামে একটি সামাজিক সংগঠন।
শহরের চৌরঙ্গীর মোড়ে আজ সোমবার সকাল ১০টায় নবগঙ্গা নদী বাঁচাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা । এ সময় সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম বার্কি, সমাজ সেবক আলী আখতার, আব্দুর রউফ মাখন, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম আনিসুর রহমান, এডভোকেট কাজী মিনহাজসহ জাগো মাগুরার নেতৃবৃন্দ।
বক্তারা অনতিবিলম্বে মাগুরার ঐতিহ্যবাহী নবগঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ পরিবেশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণে জন্য মাগুরা পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা গ্রহণের আহবান জানান ।