কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুড়িগ্রাম জেলার উলিপুরে প্রায় ১২ ফিট লম্বা একটি অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। জানা যায়, সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসা অজগরটি উপজেলার বাগুয়া অনন্তপুর বাজারের পাশে একটি বাঁশ ঝাড়ে দেখতে পায় লোকজন। অজগরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন সাপটিকে আটক করে বাক্সবন্দী করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে উত্সুক জনতা নিরাশার বাড়িতে সাপটি দেখতে ভিড় জমাতে থাকে। খবর ইত্তেফাক অনলাইন।
এ ব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা আহসান হাবিব বলেন, বনবিভাগের দায়িত্ব হলেও প্রাণী সম্পদ বিভাগ এটাকে সংরক্ষণ করেন।
কৃপ্র/ এম ইসলাম