কৃষি প্রতিক্ষন ডেস্ক : কোরবানী সামনে রেখে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারীরা। তারপরও খামারীরা ভাবছেন ভারতীয় গরু নিয়ে। কেননা, ঈদের আগে বাজারে ভারতীয় গরুর দৌরাত্ম বেড়ে যায়। খামারীরা বলছেন, এবার দেশী গরুর বাজার ভালো থাকলে লাভের দেখা পাবেন তারা। এদিকে, বেশ কিছু জায়গায় অবৈধ উপায়ে গরু মোটাতাজা করা হলেও, প্রাকৃতিকভাবেই গরু পালনে আগ্রহী হচ্ছেন খামারীরা। সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে অবাধে আসে ভারতীয় গরু। ফলে প্রতিবারই লোকসানের মুখে পড়তে হয় দেশীয় খামারীদের।
কোরবানীর ঈদ সামনে রেখে এবারও আশায় বুক বাধছেন এখানকার খামারীরা। জেলার ৫টি উপজেলার অন্তত ১২ হাজার খামারী এখন ব্যস্ত সময় পার করছেন, গরু মোটাতাজাকরণে। লাভের আশায় অনেকে আবার নিয়েছেন লোন। তবে ভারতীয় গরু নিয়ে এবারও শঙ্কায় আছেন তারা। এদিকে ব্যস্ত সময় পার করা হবিগঞ্জের প্রায় ৩০টি খামারের মালিকও আশা করছেন ভারতীয় গরু না এলে দেখা মিলবে লাভের। খামারিরা দেশিয় গরু পালনে উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশীয় খামারীদের কাছে যে পরিমান গরু আছে তা দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব জানিয়েছেন, সংশ্লিষ্টরা।
কৃপ্র/কে আহমেদ/এম ইসলাম