কৃষি প্রতিক্ষন ডেস্ক : দফায় দফায় বাড়ছে নিত্যপণ্য ভোজ্যতেলের দাম। ঈদুল ফিতরের পর থেকে দুই দফায় সব ধরনের ভোজ্যতেলে লিটারে বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির কারণ হিসেবে পাইকারী ব্যসায়ীরা অভিযোগ করছেন মিল মালিকদের বিরুদ্ধে। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ বাজার নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনার পাশাপাশি নজরদারি বাড়াতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের।
সামনে কোরবানি ঈদ। এসময় বাড়তি চাহিদা থাকে সয়াবিন ও পাম অয়েলসহ সব ধরনের ভোজ্যতেলের। তবে বছরের শুরু থেকেই দফায় দফায় বাড়ছে অন্যতম এই নিত্যপণ্যেটির দাম। রমজানের পর দুই দফায় প্রতি লিটারে দাম বেড়েছে ৪-৬ টাকা। সবচেয়ে বেশী দাম বেড়েছে পাম অয়েলের। গত মার্চেও যা বিক্রি হয়েছে ৬০ টাকার নিচে, এখন তা বিক্রি হচ্ছে ৭৩-৭৪ টাকায়।
দাম বেড়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮২-৮৫ টাকায়, বিভিন্ন কোম্পানির বোতলজাত তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৮ টাকা পর্যন্ত আর ৫ লিটার বোতলগুলো বিক্রি হচ্ছে ৪৩৫-৪৫৫ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের অভিযোগের তীর, মিল মালিক ও আমদানিকারকদের দিকে। আর দফায় দফায় দাম বাড়ার কারণে ভোগান্তিতে ক্রেতারা। বিশ্লেষকরা মনে করেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা সচেতনতার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এগিয়ে আসতে হবে সামজিক সংগঠনগুলোকেও।
কৃপ্র/কে আহমেদ/ এম ইসলাম