কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আজ শনিবার শরীয়তপুর পদ্মার পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আবারও শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মাপাড়ে অবস্থিত নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে জাজিরা উপজেলার পালেরচর, কুন্ডেরচর, বিলাশপুর ও নড়িয়া উপজেলার নওপাড়া, চরআত্রা, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা, দুলারচর এলাকার ৫ সহস্্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব লোক জ্বালানী সংকট, রান্না সমস্যা, পশু খাদ্যের অভাব ও মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখিন হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি সাহায্য সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ভু’ক্তভোগীরা।
এদিকে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা পাড়ে অবস্থিত বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাংগন। গত ২ দিনে নদী ভাংগনে সহায়-সম্বল হারিয়ে ৫ শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভাংগন রোধে স্থায়ীভাবে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী করেছে ভুক্তভোগিরা। শনিবার ভোরে জাজিরা উপজেলার কুন্ডেরচর ও খেজুরতলা বাজার এলাকায় পদ্মার তীব্র ভাংগনে ১ টি মসজিদ, ২৫ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানসহ খেজুরতলা বাজার বিলীন হয়ে গেছে পদ্মা গর্ভে।
এছাড়াও এর পাশের কুন্ডেরচর গ্রামের ২ শতাধিক এবং সখিপুরের কাঁচিকাটা, তারাবুনিয়া ইউনিয়নের ৩ শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। কোন কোন পরিবার ভাংগন আতংকে বাপ-দাদার ভিঁটে ছেড়ে তাদের ঘরবাড়ি ভেংগে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। খোলা আকাশের নিচে অবস্থান করছে অনেকেই। ভাংগন কবলিত ক্ষতিগ্রস্তদের পাশে নেই কোন প্রশাসনের কর্মকর্তারা-এমন অভিযোগ ভুক্তভোগিদের। নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন এসব অসহায় মানুষ।
কৃপ্র/ এম ইসলাম