কৃষি প্রতিক্ষন রিপোর্ট : সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক না থামাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন ঈদে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মো: মোখলেসুর রহমান (প্রশাসন ও অপারেশনস্), র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া, সকল পুলিশ কমিশনার, রেঞ্জ, হাইওয়ে, রেলওয়ে, নৌ, ট্যুরিস্ট ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজিবৃন্দ, সংশ্লিষ্ট জেলার সুপারগণ, সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইজিপি ঈদে দায়িত্ব পালনকালে ফোর্সের সার্বিক সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার জন্যও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। পুলিশ প্রধান অপরিচিত ব্যক্তির কাছ থেকে পানীয় এবং খাবার গ্রহণ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সভায় জানানো হয়, ঈদে নৌ-পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণের লক্ষ্যে রাজধানীর সদরঘাট এবং বরিশালে কমিউনিটি নৌ-পুলিশ নিয়োজিত থাকবে। লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য নৌ-পুলিশ নিয়োজিত থাকবে। নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা এবং চাঁদাবাজি রোধে নৌ-পুলিশ ইউনিট অন্যান্য পুলিশ ইউনিটের সহায়তায় চেকপোস্ট স্থাপনসহ টহলের ব্যবস্থা করবে।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম