কৃষি প্রতিক্ষণ জয়পুরহাট : দুই লাখ ১১ হাজার পিস গরু মোটাতাজাকরণ ও যৌন উত্তেজক বড়ি জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। সোমবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে বড়িগুলো উদ্ধার করা হয়।
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অর্ধ-কোটি টাকা মূল্যের ভারতীয় ২ লাখ ১১ হাজার গরু মোটাতাজাকরণ ও যৌন উত্তেজক বড়ি জব্দ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে চোরাই পথে সীমান্তের ওপার থেকে পাচার করে আনা ওই বড়িগুলো সোমবার ভোর ৫টার দিকে জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাটের-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের বিজিবির উপ-অধিনায়ক মেজর এম আশরাফ আলী (পিপিএম) জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৫টার দিকে পাঁচবিবি উপজেলার মোলান-রশিদপুর এলাকায় অভিযান চালায় পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় দুই লাখ গরু মোটাতাজকরণ প্যারাকট্রিন ট্যাবলেট ও ১১ হাজার যৌন উত্তেজক ট্রারগেট ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫৬ লক্ষাধিক টাকা। ওই অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ট্যাবলেটগুলো দিনাজপুরের হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
এ ব্যপারে জানতে চাইলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজার রহমান বলেন, জয়পুরহাট-হিলি সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান শূন্যের কোটায় আনতে আমাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।
কৃপ্র/জপ্র/ কে আহমেদ/এম ইসলাম