কৃষি প্রতিক্ষণ যশোর : যশোর জেলার ৩ উপজেলার পানিবন্দি লাখ লাখ মানুষ দুর্ভোগ আর দুর্দশায় দিনাতিপাত করছে ।চারিদিকে পানি থই থই করায় গবাদিপশুর সাথে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া, পানিবন্দি এলাকায় দেখা দিয়েছে চরম গোখাদ্য সংকটও।
পানিবন্দি মানুষের অভিযোগ, কাজ না থাকায় আর্থিক সংকটে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়লেও জলাবদ্ধতা রোধে পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে, পানি নিষ্কাশনে উদ্যোগ নেয়া কথা জানিয়েছেন যশোর জেলা প্রশাসক।
পানিতে ডুবে আছে বাড়ির একমাত্র টিউবওয়েলটি। তাইতো পলিথিন পেঁচিয়ে বিশেষ কায়দায় পানি সংগ্রহ করছেন যশোরের হাটগাছা গ্রামের গৃহবধূ সোনালি মণ্ডল। পানিতে ভাসমান অবস্থায় শিশু সন্তান, স্বামী ও শাশুড়িকে নিয়ে গবাদিপশুর সাথে তার বসবাস। গত কয়েকদিন ধরেই বাড়ির উঠান, ঘর সর্বত্রই পানি। স্বামীর উপার্জন তেমন না থাকায় কোনোমতে চলছে সংসার।
শুধু তিনিই নন, জেলার মণিরামপুর ,কেশবপুর ও অভয়নগর উপজেলার দেড় শতাধিক গ্রামের বাসিন্দাদের একই দুরবস্থা। ঘরবাড়ি, রাস্তাঘাটে জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার তারা। জমির ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। চারিদিক পানিতে তলিয়ে থাকায়, কর্মসংস্থান হারিয়ে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন মানুষজন। তবে, জলাবদ্ধতার সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানালেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। গত দু’সপ্তাহ ধরে জেলার তিন উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
কৃপ্র/ কাজল/ কে আহমেদ/এম ইসলাম