কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ অবশেষে পাবনা জেলার চাটমোহর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত বড়াল নদীর ক্রসবাঁধ অপসারণ শুরু হয়েছে। চাটমোহরের নতুন বাজার খেয়াঘাট, বোঁথর ঘাট ও রামনগর ঘাটে এক সময় উপজেলা পরিষদ তিনটি ক্রসবাঁধ নির্মাণ করে নদীর প্রবাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে নদীর বিভিন্ন স্থানে বাঁধ দেওয়া হয়। চাটমোহরের মথুরা-দহপাড়ায় আরেকটি বাঁধ নির্মাণ করে পাউবো বন্যা নিয়ন্ত্রণের নামে।
দীর্ঘদিন পর চাটমোহর থেকে শুরু হয় বড়াল রক্ষা আন্দোলন। ভাষা সৈনিক অ্যাডভোকেট গৌর চন্দ্র সরকারকে আহ্বায়ক ও এসএম মিজানুর রহমানকে সদস্য সচিব করে গঠন করা হয় বড়াল রক্ষা আন্দোলন কমিটি। এই আন্দোলনে সহায়তা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং আইনি সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সরকারে বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদীয় কমিটির সভাপতি, সংসদ সদস্য, কর্মকর্তারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বড়াল পরিদর্শন করেন।
নদী বিষয়ক টাস্ক ফোর্স ও জাতীয় নদী রক্ষা কমিশন বড়াল মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি বড়াল নদীর ওপর দেওয়া মথুরা-দহপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অপসারণ করেছে। রবিবার থেকে বোঁথর ঘাটের ক্রসবাঁধ অপসারণ শুরু হয়েছে। শীঘ্রই ব্রিজ নির্মাণ শুরু হবে। দ্রুত নতুন বাজার খেয়াঘাটের ক্রসবাঁধও অপসারণ করা হবে বলে জানা গেছে। এ ব্যাপারে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন তাদের দীর্ঘদিনের দাবি বাঁধ ভেঙে ব্রিজ করার এবং বড়াল চালু করার। সেই দাবি বাস্তবায়ন হচ্ছে।
বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাব হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম বড়াল চালু হোক। বাঁধ কেটে ব্রিজ করা হোক। নদী চালু হলে পরিবেশ বাঁচবে। আমাদের দাবির প্রতিফলন ঘটছে। বড়াল রক্ষা আন্দোলন কমিটির আন্দোলন সফলতার পথে।’ বড়াল রক্ষা আন্দোলন কমিটির অন্যতম সদস্য ও উদ্যোক্তা ডা. অঞ্জন ভট্টাচার্য বলেন, “আমাদের আন্দোলনের ফল এই ব্রিজ নির্মাণ। আমরা চাই বড়াল প্রবাহমান হোক।”
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান বলেন, ‘আমাদের দাবি চারঘাটের স্লুইস গেট অপসারণ করে চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত বড়াল চালু হোক। এই সফলতা যতদিন না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।’ বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক ও প্রকাশক এসএম হাবিবুর রহমান, বেসরকারি সংস্থা হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম মধু, সদস্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ ব্রিজ নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বড়াল মুক্ত করার দাবি জানিয়েছেন।
কৃপ্র/ এম ইসলাম