কৃষি প্রতিক্ষণ রিপোর্ট : রাজধানীর কোরবানি পশুর হাটে বেচাকেনা শুরু হবে বৃহস্পতিবার থেকে। ঢাকার দুই সিটি করপোরেশনের ১৬ টি হাটের প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসছে পশু। ক্রেতাদের আনাগোনাও শুরু হয়ে গেছে। বিক্রেতাদের আশা এবার ভারতীয় গরুতে হাটগুলো সয়লাব হবেনা। ফলে ভাল ব্যবসা হবে।
ঢাকায় কোরবানীর পশু বিক্রি শুরু হবে ঈদের পাঁচ দিন আগে থেকে। ব্যস্ত সময় পার করছেন হাটের ইজারাদাররা। আসতে শুরু করেছে বিভিন্ন জাত ও আকারের গরু। এবার দেশি গরুর জোগান বেশি। এখনই হাটে আসছে ক্রেতা। কিনতে নয় দেখতে। রাজধানীতে কোরবানির পশুর চাহিদা প্রায় সাড়ে তিন লাখ।
বিক্রেতারা বলছেন, এবার প্রথম থেকেই পর্যাপ্ত দেশি গরুর সরবরাহ থাকবে। ফলে দাম থাকবে সহনীয়। ডিএমপি ও সিটি করপোরেশন নিরাপত্তার দিকটি বেশি গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকটি হাট ক্লোজড সার্কিট ক্যামেরার নজরে থাকবে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক তদারকির জন্য বানানো হয়েছে ওয়াচ টাওয়ার। এছাড়া গত কয়েক বছরের মত এবারও পশুর হাট গুলোতে জাল টাকা পরিক্ষা করার মেশিন বসানো হবে। ভারতীয় গরু কম আসতে দেয়ায় খুশি বিক্রেতারা। তাদের আশা লাভ হবে গতবারের চেয়ে বেশি।
কৃপ্র/ জহুরুল/ কে আহমেদ