কৃষি প্রতিক্ষণ সিলেট : ঈদের বাকি মাত্র ৬ দিন । কিন্তু এখনও জমেনি সিলেটের পশুর হাটগুলো। বাজারে ভারতীয় গরুর আনাগোনা কম থাকায় চাহিদা বেড়েছে দেশি গরুর।বিক্রেতারা বলছেন, এজন্য দামটাও একটু বেশি। হাট ইজারাদারদের প্রত্যাশা ঈদের কয়েকদিন আগে জমজমাট হয়ে উঠবে বাজার। ঈদে কোরবানীর জন্য ক্রেতাদের প্রথম পছন্দ দেশী গরু।
এবার তাই সিলেটের সব হাটে দেশী গরু চোখে পড়ছে বেশি। তবে এখনও জমে ওঠেনি হাট। বাজারে গরুর আমদানী থাকলেও দাম বেশি হওয়ায় সন্তুষ্ট নন ক্রেতা-বিক্রেতা কেউই। বিক্রেতারা বলছেন, ভারতীয় গরুর আমদানী না থাকায় এবার দেশি গরুর দাম বেশি। এ কারণে ক্রেতাও কম। তবে ঈদের আগে বাজার চাঙা হবে এমনটাই আশা তাদের। এদিকে, সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। ইজারাদাররাও বলছেন, বাইরে থেকে কোন গরু না আশায় দাম একটু বেশি। তবে ঈদের আগে ব্যাপারীরা রাস্তায় কোনো চাঁদাবাজির শিকার না হলে বাজার স্বাভাবিক হবে। ঈদের আগে বাজার স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই আশা ক্রেতা, বিক্রেতা, ইজারাদার সবার।
কৃপ্র/জিয়া/কে আহমেদ