কৃষি প্রতিক্ষণ ডেস্ক : ব্রিটেনে সম্প্রতি বিরল প্রজাতির এক লাল পান্ডা দুটি জমজ বাচ্চার জন্ম দিয়েছে। মঙ্গলবার সেই বাচ্চাগুলোর ছবি প্রকাশ করেছে বিট্রিশ লংলেট সাফারি পার্ক। আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিসিটিভি ছবিসহ এ খবর প্রকাশ করেছে।
সিসিটিভি তাদের ফেসবুক পেইজে জানায়, এই প্রজাতির পান্ডাগুলো সাধারণ প্রজাতির পান্ডা থেকে অনেক আলাদা। সম্প্রতি এই প্রাণীটিকে ‘বিপন্ন’ হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। এধরনের জমজ লাল পান্ডার জন্মের ঘটনা বিরল। এদিকে ছবিগুলো প্রকাশের পর থেকেই ‘কিউট’ খ্যাতি দিয়ে নানা মন্তব্য করছেন অনেকে।
কৃপ্র/কে আহমেদ/এম ইসলাম