কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খাদ্য ঘাটতির দেশকে খাদ্য রপ্তানীর দেশে পরিণত করেছে। তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার সময় দেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সে ঘাটতি পুরণ করে দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন চাল রপ্তানি করছে। চাল উৎপাদনে সারা পৃথিবীতে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। এডভোকেট কামরুল ইসলাম আজ শনিবার সকালে জেলার কেরানীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: বদরুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কাউসার আহমেদ, ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফযলুর রহমান ও উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রহমান খান।
তিনি বলেন, ১০ টাকা কেজি চাল কর্মসূচীতে সরকার ২২ শ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এটা আসলে ভর্তুকি নয়, ইনসেনটিভ। রাষ্ট্রের কাছে এটা গরীবদের প্রাপ্য । তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে ৫ মাস চাল দেয়া হবে। বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল- এই ৫ মাস চাল বিতরণ করা হবে। চাল বিতরণে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।