কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উচ্চ পর্যায়ের এক মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভবদহ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা ছাদেক।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে যশোর-৫ মনিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়ার সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান নুরুল হক মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুল হক, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিামাঞ্চলের প্রধান প্রকৌশলী কে, এম আনোয়ার হোসেন, তত্ত্বাধায়ক প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃপ্র/ এম ইসলাম