কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরসহ নানা সরীসৃপ ঘুরে বেড়াত পৃথিবীজুড়ে। সম্প্রতি মেক্সিকোতে পাওয়া গেছে এমন আরেকটি প্রাগৈতিহাসিক সরীসৃপের জীবাশ্ম। ভিভারন হেইদিনি নামে অতিকায় এই সরীসৃপগুলো ২১ কোটি বছর আগে দাপিয়ে বেড়াত আজকের নিউ মেক্সিকো অঞ্চলে। ধারণা করা হচ্ছে, এই সরীসৃপগুলোই বর্তমান কুমিরের পূর্বপুরুষ। খবর সায়েন্স ডেইলির।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক কলেজ অব সায়েন্সের ভূবিজ্ঞান বিভাগের বিজ্ঞানীরা এই সরীসৃপটির ফসিল আবিষ্কার করেন। প্রকাশিত এক নিবন্ধে তারা জানান, ভয়ঙ্কর সরীসৃপ ভিভারনরা বর্তমান মেক্সিকো অঞ্চল দাপিয়ে বেড়াত। স্থলের পাশাপাশি জলেও ছিল তাদের সমান বিচরণ।
এ প্রতিষ্ঠানের জীব ও ভূবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমিলি লেসনার জানান, এর আগে ভিভারনের সম্পর্কে কোনো তথ্য কারও কাছে ছিল না। ২০০৯ সালে নিউ মেক্সিকোর গোস্ট রেঞ্জে মাটির নিচ থেকে এই সরীসৃপটির চোয়াল, খুলি ও নিতম্বের হাড় পাওয়া যায়। ভিভারন ছিল মাংসাশী, যা দেখতে ছিল অনেকটা আজকের সময়ের কুমির ও প্রাগৈতিহাসিক ডাইনোসরদের মিলিত সংস্করণ। ধারণা করা হয়, ভিভারন লম্বায় ১২ থেকে ১৫ ফুট হতো। এ ছাড়া তারা চার পায়েও হাঁটতে পারত।
কৃপ্র/ এম ইসলাম