কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গরুটির নাম ড্যানিয়েল। পায়ের খুর থেকে কাঁধ পর্যন্ত এর উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। usatoday.com বলছে ড্যানিয়েলই এখন বিশ্বের সবচেয়ে উঁচু গরু।এর ওজন এক টন। খড় ও রুটি খেতে ভালোবাসে । যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া চিড়িয়াখানার এই প্রাণী এখন বিশ্বের সবচেয়ে উঁচু গরু হওয়ার লড়াইয়ে আছে।
প্রাণিচিকিৎসকরা এবং ইউরেকা শহরের সেকুইয়া পার্ক চিড়িয়াখানার রক্ষকেরা গত ড্যানিয়েলের উচ্চতা মেপেছেন। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনো সেটি যাচাই করেনি। তবে গিনেস ওয়েবসাইট এর তথ্য, ব্লসম নামের একটি গরুই বিশ্বের সবচেয়ে উঁচু। এটির বাস যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরেঞ্জভিল শহরে। ব্লসমের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি।গত বছর এ গরুটির মৃত্যু হয়।
ড্যানিয়েলকে লালনপালন করেন অ্যান ফার্লি নামের একজন ব্যক্তি । তাঁর ভাষ্য, ড্যানিয়েল বেশ নম্র। কেউ নাম ধরে ডাকলে সাড়া দিয়ে এগিয়ে যায়। সে এখন পরিবারের একজন সদস্যেরই মতো। ড্যানিয়েলের মতো এমন বড় একটা গরুর যত্ন বেশ কঠিন কাজ বলে জানালেন সেকুইয়া পার্ক জুর কর্মী অ্যামান্ডা অস্টন। তিনি বলেছেন, ড্যানিয়েল প্রতিদিন প্রায় ২৩ কেজি খড় খায়, আর গোবর উৎপাদন করে দিনে প্রায় ৬৮ কেজি।
কৃপ্র/ এম ইসলাম