কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ভিরতগোল গ্রান্টের আদিবাসী মলয় লতুবেরের পান জুমের ৫শতাধিক পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা । এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন মলয় লতুবের। থানায় সাধারণ ডায়েরি করতেও ভয় পাচ্ছেন তিনি ও তার পরিবার।
জৈন্তাপুর উপজেলার ভিতরগোল গ্রান্ট গ্রামে সরকারি ভূমি বন্দোবস্ত নিয়ে ২৫ বছর থেকে পান-সুপারি ও জুম চাষ করে আসছেন মলয় লতুবের। শনিবার মলয় বাগানের এক পাশে শ্রমিকদের বাগান পরিচর্যায় কাজে লাগিয়ে তিনি তদারকি করছিলেন। এমন সময় লক্ষ্য করেন তীব্র রোদের দাবদাহে বাগানের ৫শতাধিক পান গাছ নুয়ে পড়ছে। তিনি দ্রুত গাছগুলোর কাছে গিয়ে দেখেন পান গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। তাত্ক্ষণিকভাবে বিষয়টি নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম এবং ব্যবসায়ী বদরুল ইসলামকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে পরিদর্শন করে মলয়কে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
শ্রমিকরা জানায়, মলয়ের হয়ে তারা এই বাগানে ২৫ বছর যাবত্ নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগান সৃজন করে আসছেন। পান গাছ কাটায় অনুমান ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মলয় লতুবের বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবত্ এই বাগান করে আসছি। ফলন পাওয়ার শুরুর মুহূর্তে এ ঘটনায় আমি ভীত। কিন্তু তিনি বলেন, থানা পুলিশ করতে গেলে বাগানের বাকি গাছ কেটে ফেলবে, এমনকি আমাকেও মেরে ফেলতে পারে।
সুত্রঃ ইত্তেফাক / কৃপ্র/ এম ইসলাম