কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মনোয়ারা বেগমের স্বপ্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী করে গড়ে তোলা। নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে তিনি গড়ে তুলেছেন নিজের খামার। এখন এক মেয়ে, এক ছেলে ও স্বামীকে নিয়ে তার সুখের সংসার।ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মেয়ে মনোয়ারা ।
প্রথম দিকে নিজের আগ্রহ ও বাবা মায়ের প্রেরণায় নওগাঁ রাইফেলসের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন। সেখানে প্রশিক্ষণের সমস্ত ট্রেড সফলতার সাথে সম্পন্ন করে ওই কেন্দ্রেই প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে এলাকার মেয়েদের আত্ম-কর্মসংস্থানের সৃষ্টি করে দেওয়ার কথা ভেবে উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি।
ছেড়ে দেন নওগাঁ রাইফেলসের চাকরিটি। ১০-১৫ জন মেয়েকে নিয়ে শুরু করেন সেলাই প্রশিক্ষণের কাজ। অতি অল্প সময়ে একজন দক্ষ নারী প্রশিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন এ অঞ্চলে। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার শিক্ষিত অর্ধ-শিক্ষিত বেকার মেয়েদেরকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলেন তিনি।
সুত্রঃ ইত্তেফাক/ কৃপ্র/ এম ইসলাম