কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে দশজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও কোন জলদস্যুকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের মধ্যে জামাল, সাহাবউদ্দিন, আলাউদ্দিন, সুজন ও সেলিমের নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।
রবিবার হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লেঃ কমান্ডার ওমর ফারুক জানান, জলদস্যুদের ধরতে রাত থেকে একটানা মেঘনার বিভিন্ন চরে অভিযান চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনপুরার ডালচরে অভিযান চালিয়ে জিম্মি করা অপহৃত ১০ মাঝিকে উদ্ধার করে আমাদের বোটে রেখেছি। শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেঘনা নদীতে হাতিয়ার জলদস্যু সম্রাট আলাউদ্দিন বাহিনী জেলেদের উপর হামলা চালিয়ে ট্রলারসহ ১৫ মাঝিকে ধরে নিয়ে যায়।
কৃপ্র / এম ইসলাম