কৃষি প্রতিক্ষন রির্পোট : সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থনে আছে বাংলাদেশ বলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন । তিনি বলেন, এ দেশের কৃষিবিজ্ঞানীদের নিত্য নতুন আবিষ্কারের ফলেই এসেছে এই সাফল্য ।
কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষিতে এই সাফল্যের কারনে প্রধানমন্ত্রী শেক হাসিনাকে ‘সেরেস’ পদককে ভুষিত করা হয়েছে । গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই),কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ৯ দিনব্যাপী কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষিবিদদের বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর ও মন্ত্রণালয় এর সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি । বিজ্ঞানীদের উদ্ভাবন ও আবিষ্কারে সন্তোষ প্রকাশ করেন এবং মন্ত্রী কৃষিবিদদের গ্লুটিনাস সমৃদ্ধ ভুট্টার জাত উদ্ভাবনের বিশেষ তাগাদা দেন।
আলোচনার এক র্পযায়ে নারী বিজ্ঞানীদের পর্দা করা নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বোরকায় কোনো আপত্তি নাই কিন্তু মুখটা রাখতে হবে খোলা । অনুষ্ঠানে বিএআরআইয়ের প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী বলেন, গত অর্থবছরে যেসব গবেষণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে ৯ দিনের এ আয়োজন করা হয়েছে।
কৃপ্র/ জ ই মাসুদ/ কে আহমেদ/ এম ইসলাম