কৃষি প্রতিক্ষন ডেস্ক : কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়েছে রাজশাহীতে । গত মাসের তুলোনায় কেজিতে বেড়েছে অন্তত দেড়শ টাকা। থেমে নেই অন্যান্য সবজির দামও। বিক্রেতারা জানান শুধু কাঁচা মরিচ নয় , চাহিদার তুলনায় কম আসছে অন্য সবজিও। বন্যায় বিপুল সবজি ও মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় এ সংকট বলে জানিয়েছেন তারা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতে, বন্যায় নষ্ট হয়েছে জেলার ৪৭ হাজার হেক্টর জমির ফসল। এর মধ্যে জেলার পবা, গোদাগাড়ী ও বাঘায় ক্ষতি হয়েছে ৪৬ হাজার ৮৫১ হেক্টর জমির ফসল। পবা উপজেলাতে বন্যায় ৫২০ হেক্টর মরিচ ক্ষেত নষ্ট হয়েছে। অন্য উপজেলাগুলোয় নষ্ট হয়েছে অন্তত ৪০০ হেক্টর মরিচ ক্ষেত।
বন্যায় পবায় ৩৭৪ হেক্টর, গোদাগাড়ীতে ১৩৭ হেক্টর এবং বাঘায় ৪৩০ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। সবজিগুলোর দাম তেমন না বাড়লেও প্রতিকেজি শসা- ৮০,পটল-৪০,বেগুন- ৫০ / ৬০,ঢেঁড়শ-৪০ করলা- ৫০ টাকায় বিক্রি হচ্ছে।সবজি ভেদে এক সপ্তার ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০টাকা।
কৃপ্র/ জ ই মাসুদ/কে আহমেদ