কৃষি প্রতিক্ষণ ডেস্ক : সরকারের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের শুরুতেই গোপালগঞ্জের কোথাও কোথাও মাপে কম দেয়া একই পরিবারে একাধিক কার্ড বিতরণসহ নানা অভিযোগ উঠেছে। খবর নিউজ ২৪ এর । সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা একটি বিতরণ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগের সত্যতাও পেয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
অতিদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনের রেশ কাটতে না কাটতেই অভিযোগ উঠেছে নানা অনিয়ম-দুর্নীতির। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলায়। স্থানীয় ভাবে ১৪ হাজার অতিদরিদ্রের মধ্যে ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও অসাধু কিছু ডিলার এক দুই কেজি রেখে দিচ্ছেন। অনিয়মের বিষয়টি একজন ডিলার স্বীকার করলেও নিজের পক্ষে নানান যুক্তি দেখান।
এ বিষয়ে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অজুহাত দেখিয়ে কার্ডধারীদেরকে চাল কম দেয়ার কোনো সুযোগ নেই। সরকারি এ প্রকল্প সফল করতে সব ধরনের অনিয়ম বন্ধের কথা জানায় স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর আশা, সংশ্লিষ্টরা নিয়ম মেনেই ১০ টাকা কেজি দরে চাল অতিদরিদ্রদের কাছে বিতরণ করবেন।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম