কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নাটোর জেলায় বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে মাঝগাঁও ইউনিয়নের মহিষভাঙ্গা বটতলা এলাকার রোপা আমন মাঠে ধানে ক্ষতিকর পোকার উপস্থিতি ও সনাক্ত করার উদ্দেশ্যে আলোক ফাঁদ স্থাপন করাসহ এ বিষয়ে স্থানীয় কৃষকদের ওরিয়েন্টশন প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. ইকবাল আহমেদ এই আলোক ফাঁদ স্থাপন করে এর ব্যবহারের মধ্য দিয়ে ক্ষতিকর পোকা ধ্বংস করার উপায় সম্পর্কে স্থানীয় কৃষকদের অবহিত করেন। এতে স্থানীয় ৩০ জন কৃষক অংশ নেয়। এসময় অন্যান্যের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মাহাতাব আলী বেগ সহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি অফিসার জানান, রোপা আমন ধানের মোট ২৩টি ব্লকে প্রতিটিতে ৫টি করে আলোক ফাঁদ স্থাপন করার লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ব্লকগুলোতে বাস্তবায়ন করা হবে।
কৃ প্র / এম ইসলাম