কৃষি প্রতিক্ষণ ডেস্ক : দেশের বৃহৎ একটি প্রাণী নমুনা সংগ্রহশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মুস্তাফিজ রহমান মেমোরিয়াল মিউজিয়াম । কর্তৃপক্ষ বলছে, বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় অন্তত আড়াই হাজার নমুনা রয়েছে এখানে। প্রতিদিন শিক্ষার্থীসহ বহু দর্শনার্থী দেখতে আসছেন এই জাদুঘর। সম্প্রতি এ প্রাণী জাদুঘরকে আরও সমৃদ্ধশালী করা হয়েছে। যার ফলে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয় সারা দেশেই প্রাণিবিদ্যা গবেষণা ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জাদুঘর।
কোনটি রাখা হয়েছে কাঁচের পাত্রে ফরমালিনে ডুবিয়ে আবার কোনটি অবিকল জীবিত অবয়বে রাখা। মৃত এসব প্রাণী, পাখি, পতঙ্গ কিংবা সরিসৃপ ব্যবহার হচ্ছে শিক্ষা ও গবেষণার উপাদান হিসেবে। শিক্ষর্থীরাও বলছেন, জাদুঘর থেকে তাদের উপকারের কথা। কর্তৃপক্ষ বলছে, জাদুঘরটিতে প্রায় পাঁচশতাধিক প্রজাতি সংরক্ষিত আছে। যা বাংলাদেশের অন্য কোন প্রাণীবিদ্যা জাদুঘরে নেই।
১৯৬৯ সালে যাত্রা শুরু করা জাদুঘরটি বর্তমানে দেশী বিদেশী নানা প্রজাতির বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় প্রাণি বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করেছে। রয়েছে শতাধিক ফসিলও। প্রাণির বিবর্তনের ধারায় যে সম্পর্ক সেই বৈশিষ্টগুলো সহজেই এখান থেকে জানতে পারেন শিক্ষার্থী ও গবেষকরা।
সম্প্রতি জাদুঘরটির সংরক্ষণ পদ্ধতি বিজ্ঞান ভিত্তিককরণ এবং নান্দনিক উপস্থাপনার জন্য সংস্কার করে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য আরও আধুনিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, দেশের প্রাণি বিজ্ঞানীদের গবেষণার জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জাদুঘর। প্রতিদিন শতাধিক দর্শনার্থী প্রাণী সম্পর্কে দেখতে ও জানতে এই জাদুঘরে আসেন।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম