কৃষি প্রতিক্ষণ ডেস্ক : আজ বৃহস্পতিবার থেকে চাঁদপুরে সাত দিনব্যাপী অষ্টম ইলিশ উৎসব শুরু হয়েছে। বেলা তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এর আয়োজন করছে। ‘ইলিশ উৎসব চাঁদপুরবাসীর প্রাণের উৎসব ‘। রূপালী ইলিশের রাজধানী খ্যাত ‘চাঁদপুর’-এ সপ্তাহব্যাপী এ উৎসবকে ঘিরে রয়েছে বর্ণাঢ্য আয়োজন।
‘জেগে ওঠো মাটির টানে’ এ শ্লোগানে ২০০৯ সাল থেকে শুরু হয় ইলিশ উৎসব। এবার এ উৎসবের টাইটেল স্পন্সর হয়েছে ‘প্রাণ-ফ্রুটিঙ্।’ বরাবরের মতো এবারো উৎসব কমিটির আহ্বায়ক হচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। আর সদস্য সচিব হচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।
‘জেগে ওঠো মাটির টানে’ স্লোগানে ২০০৯ সাল থেকে চাঁদপুরে ইলিশ উৎসব হয়ে আসছে। বরাবরের মতো এবারও উৎসব কমিটির আহ্বায়ক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
এ উৎসব ঘিরে পর্যায়ক্রমে যেসব অনুষ্ঠান হবে সেগুলো হলো দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, ইলিশবিষয়ক প্রীতি-বিতর্ক, লোকজ গানের আসর, ইলিশবিষয়ক সেমিনার ও নৃত্যানুষ্ঠান। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১ জন গুণী ব্যক্তিকে এবার ইলিশ উৎসবে সংবর্ধনা দেওয়া হবে।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম