কৃষি প্রতিক্ষণ ডেস্ক : অরণ্যের প্রবাদ- জোর যার বন তার ৷ সেই প্রবাদকে সত্য প্রমান করলো গুজরাটের গির অরণ্যে এক ভয়াল অজগর ৷ একটা আস্ত নীলগাইকে গিলে খেয়েছে জঙ্গলের এই দানবটি ৷ প্রচন্ড খিদে পেয়েছিল ২০ ফুট এই অজগরটার। আর তখনি নাগালের মধ্যে পেয়ে যায় নীলগাইকে ৷ পেঁচিয়ে প্রবল শক্তির দ্বারা নীলগাইটাকে কব্জা করেই গিলতে শুরু করে অজগরটা ৷ প্রবল শক্তির কাছে কিছুই করার ছিল না চার পেয়ে এই প্রাণীটার ৷ – খবর কলকাতা ২৪ এর।
ক্ষুদার জালায় আস্ত নীলগাইটাকে গিলেই সান্ত অজগরটা । নরাচরা বন্ধ, খাবার হজম হতে তো কিছুটা সময় লাগবেই ৷ ততক্ষণ নিস্তেজ হয়ে মড়ার মতো পড়ে থাকবে আরকি! গির সংলগ্ন গ্রাম বাসিরা জানিয়েছেন, কদিন যাবত এই অজগরটা খাবারের জন্য বনের আশপাশে ঘোরাঘুরি করছিল। হঠাৎ নীলগাইটাকে নাগালে পেয়েই আর কি! পেচিয়ে ধরেই গিলতে শুরু করে ৷ অনেকেই সামনে থেকে দেখে চমকে গিয়েছেন ৷
আবার অনেকে জানিয়েছেন নীলগাইটা আকারে বেশ বড়ই ছিল ৷ পুরোআস্তো নীলগাইটাকে গিলেই অজগরটা নড়া-চড়ার বন্ধ করে দেয় ৷সাপটা কে তখন মনে হচ্ছিল একটা বড়সড় গাছের টুকরো যেন অজগরের পেটে । অজগরটির শিকারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় গির অরণ্যের বনকর্মীরা ।এখন সাপটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন নীলগাইটা পুরোপুরি হজম হলেই আবার চলে ফিরে বেড়াবে অজগর সাপটি ৷ বনকর্মীরা এখন তার সেবাই নিয়জিত ৷
কৃপ্র/জ ই মাসুদ/ এম ইসলাম