কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বরগুনা জেলার পাথরঘাটায় ২ কেজি ৩শ গ্রাম ওজনের একটি বড় ইলিশ বিক্রি হল ১১ হাজার ১৬৫ টাকায়। বৃহস্পতিবার দুপুরে বিএফডিসি মৎস্য পাইকারি বাজারে মাছটি বেচাকেনা হয় বলে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার এম এস্কান্দার আলী খান সত্যতা নিশ্চিত করেন।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপজেলার টেংরা গ্রামের কবির শরীফের ট্রলারে মাছটি ধরা পড়ে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) এর পাথরঘাটা অবতরণ কেন্দ্রের পাইকারি মৎস্য বাজারের আড়ৎদার নিউ আলামিন ফিস এর মাধ্যমে মো. রুবেল পাইকার মাছটি ১১ হাজার ১৬৫ টাকায় কিনে নেন।
মাছের ওজন ২ কেজি ২শ গ্রাম। তিনি ওই মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য সংগ্রহ করেন। মাছের প্রতি কেজির দাম পড়েছে ৫ হাজার সাত টাকা এবং মণ হিসাবে দর পড়েছে ২ লাখ ৩শ টাকা। অথচ আজ ওই বাজারে ৮শ থেকে ৯শ গ্রাম ওজনের মাছ পাইকারি ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে আটগুণ বেশী।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) পাথরঘাটা অবতরণ কেন্দ্রের ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার এম এস্কান্দার আলী খান যুগান্তরকে জানান, তার অফিসের সামনে মাছটি প্যাকেটজাত করা হচ্ছিল। এবছর মৌসুম শেষে বেশ মাছ ধরা পড়েছে। কিন্তু আকারে এমন বড় মাছ দেখা যায়নি।
সুত্রঃ যুগান্তর অনলাইন/ কৃপ্র/ এম ইসলাম